মো: আজিজুর রহমান
মো: আজিজুর রহমান ২ নভেম্বর ২০১৭ তারিখে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। পূর্বে তিনি বাংলাদেশ দূতাবাস হ্যানয়, ভিয়েতনামে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও কাউন্সেলর হিসেবে সাড়ে চার বছর দায়িত্ব পালন করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহি:প্রচার অনুবিভাগের পরিচালকসহ বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে কাজ করেন। মো: আজিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে বিএসএস (স্নাতক) এবং এমএসএস ডিগ্রী অর্জন করে বিসিএস (তথ্য) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের অফিসার হিসেবে কর্ম জীবন শুরু করেন। জেলা তথ্য অফিসার হিসেবে শেরপুর, নরসিংদী, নাটোর, শরিয়তপুর, গাজীপুর এবং কিশোরগঞ্জ, জেলায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ রাইফেলস এর জনসংযোগ অফিসার হিসেবে প্রায় তিন বছর কাজ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক (জনসংযোগ) পদে ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত সাড়ে চার বছর দায়িত্ব পালন করেন। এ সময় তিনি জাতীয় সংসদের যাবতীয় কার্যাবলি ও সংসদীয় কমিটির কার্যক্রম গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পরবর্তীতে তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সচিত্র বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার হিসেবে প্রটোকল শাখায় দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে পরিচালক পদে পদোন্নতির পর গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন।
দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে তিনি/ইনসার্ভিস প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাত, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিংগাপুর, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশ সফর করেন।